Categories:
Apps apk
Read More
Robi New Sim Offer
Robi |
আইফোনের নতুন মডেলের তথ্য ফাঁস
অ্যাপলের নতুন মডেলের আইফোনের ঘোষণা আসতে পারে শিগগিরই। বাজফিড নিউজের ফাঁসকৃত এক তথ্য বলা হয়, সেপ্টেম্বরের ৯ তারিখেই নতুন আইফোন দেখতে পাবেন সবাই।
কিন্তু এ বিষয়ে কিছু বলেনি অ্যাপল। এরা এমনিতেই কিছু আগে থেকে জানায় না। সব তথ্য ফাঁস হয়ে বাজারে ছড়িয়ে পড়ে। অ্যাপলের নানা পরিকল্পনার সঙ্গে জড়িত এমন কয়েকজন বাজফিড-কে জানিয়েছেন, সেপ্টেম্বরের ৭ তারিখের পরই প্রতীক্ষিত মোবাইলটি চলে আসবে। তবে সব মিলিয়ে ৯ তারিখটাকেই সম্ভাবনাময় দিন হিসেবে দেখছেন সবাই। গত বছরের এই দিনেই আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস এনেছিল অ্যাপল।
আইফোন ৬এস-কে নতুন মডেল হিসেবে মনে করছেন সবাই। এর পাশাপাশি টেলিভিশন নিয়ে আসার চিন্তা করছে অ্যাপল।
সবার মাঝে নতুন আইফোন নিয়েই আগ্রহ বেশি। ধারণা করা হচ্ছে, নতুন মডেলের স্ক্রিনে অ্যাপলের প্রেসার সেনসিটিভ 'ফোর্স টাচ টেকনোলজি' থাকতে পারে। থাকবে আরো বেশি গতির এ৯ প্রসেসর। ক্যামেরাও আসবে আরো উন্নত হয়ে।
নয় বছর পর আসছে অস্ট্রেলিয়া
দীর্ঘ নয় বছর পর তৃতীয়বারের মত টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারই পরিক্রমায় ইতিমধ্যে বিসিবি টাইগারদের জন্য শুরু করেছে কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা।
বাংলাদেশ দলের জন্য বেশ বড় রকমের পরীক্ষা হয়ে দাড়াচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজটি। আন্তর্জাতিক ক্রিকেটে কোন অবস্থানে বাংলাদেশ ক্রিকেট আছে তা অস্ট্রেলিয়া সিরিজে বোঝা যাবে এমন্টাই মনে করছেন ক্রিকেট বিজ্ঞরা। আর তাই তো বিসিবি সিরিজের প্রস্তুতি হিসেবে প্রায় এক মাস আগে থেকেই শুরু করেছে ক
ন্ডিশনিং ক্যাম্প। আর এই ক্যাম্পে ডাক পেয়েছেন জাতীয় দল ও দলের বাইরে থাকা ২৭ ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও কন্ডিশনিং ক্যাম্পে সুযোগ পেয়েছেন আল-আমিন হোসেন ও সোহাগ গাজী। রয়েছেন শুভাগত হোম, তাইজুল ইসলাম, আরাফাত সানীসহ অন্যান্যরা। ২৭ জনের স্কোয়াডে ওয়ানডে দলের যেমন খেলোয়াড় রয়েছেন। তেমনি রয়েছেন টেস্ট দলের খেলোয়াড়ও।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ক্রিকেট দল সম্প্রতি অ্যাশেজ হারলেও সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে তুলোধুনো করেছে। ফলোঅনে ফেলে অস্ট্রেলিয়া শেষ ম্যাচ জিতে নেয় দাপটের সঙ্গে। ব্যাটিংয়ে ছন্দে আছেন অস্ট্রেলিয়ার ৪৫তম টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা স্টিভেন স্মিথ।
আইসিসি টেস্ট র্যাঙ্কিঙ্গে শীর্ষে থাকা ব্যাটসম্যানদের সামলাতে বাংলাদেশের আলাদা করে ছক কাটতে হবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগও বিশ্বসেরা। তাই, মিচেল জনসন, হ্যাজেলউড ও মিচেল স্টার্কদের সামলানো হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসল পরীক্ষা। হিসেব কষেই মাঠেই নামতে হবে মুশফিক বাহিনীকে।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্যে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন সৌম্য। বাহাতি এই ব্যাটসম্যান জানান, ‘অস্ট্রেলিয়াসহ আরো কয়েকটি দেশের সঙ্গে খেলার জন্যে সবসময় মুখিয়ে থাকি। বিশ্বকাপে খেলার কথা ছিলো। কিন্তু খেলতে পারিনি। এখন টেস্ট সামনে আছে। সেটা খেলার অপেক্ষায় আছি।’
Subscribe to:
Posts (Atom)