আসলে বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে শুরু করবো, মনে হচ্ছে এক খণ্ড আকাশ আমার উপরে ভেঙ্গে পরেছে। ভাবছি কিছু দিন যেই ভাবে মসুল ধারায় বৃষ্টি পরেছে আজ যদি ঠিক ওই একি ভাবে পরতো তাহলে চোখের জল টা লুকোতে পারতাম। আজি আকাশ টাকে হাসতে হলো ? উপরে তাকিয়ে একবার দেখে নিলাম, নাহহহ আজ মনে হচ্ছে না বৃষ্টি হবে। বিশাল আকাশ টার আজ খুব আনন্দ হচ্ছে কারন তার বুকে আজ কনো মেঘের ছায়া নেই। সব বাধা ভেঙ্গে আজ মনের আনন্দে মাটির বুকে থাকা মানুষ কে রোদ বিলাচ্ছে।
...
...
আমি আসিফ, ৬ মাস হলো ঢাকা পা ফেলেছি চাকরির খোঁজে। আজ অব্দি একটা চাকরী যোগাড় করতে পারিনি। খুলনা থেকে এম বি এ করেছি, ভাগ্যিস ঢাকায় বোন ছিল, আমি পরিবারের সবার ছোট তাই নিজের উপর কখনো আলাদা একটা চাপ অনুভব করিনি।আর গ্রামের বাড়ী তে যা আছে তা দিয়ে দিব্যি চলে যায় দিন। বাবাই আমার সব খরচা দিচ্ছিল কিন্তু কেন জানি না, সময়য়ের সাথে সাথে বাবার কাছে হাত পাতা টাও মনের মাঝে এক বিশাল কিন্তু তৈরি করছিলো।
...
...
হঠাৎ ই একদিন এক আফিসে চাকরীর ইন্টারভিউ এর জন্য ডাক পাই। প্রত্যেক বারের মতো এই বার ও সব ঠিক ঠাক ছিল, কিন্তু এই বার যেন একটু আলাদা লাগছে ,মনের কোণে এক হাসির উস্কানই। হয়তো চাকরী টা হয়েই যাবে এই বার।খূব খূশী ছিলাম। কিন্তু আজ আমায় আফিস ম্যানেজার ডেকে বললেন এই চাকরী পেতে হোলে আমাকে ১৫ লাখ টাকা ঘুষ দিতে হবে। আর তাতেই আকাশ টা আমার উপর ভেঙে পড়লো।বেকারত্ব টা বুঝি এই বারো আমায় ছাড়ছে না। এক প্রকার বন্ধু সেজেই রইল।
...
...
অফিস থেকে বেড় হয়ে, ফার্মগেট এর রাস্তায় হাটা ধরলাম আর ভাবছিলাম। হঠাৎ যেন বুকের মাঝে একটা না পাওয়া কষ্ট অনুভব করলাম, আসলে বেকারত্ব কি তা মাস্টার্স করার পর চাকড়ী না পাওয়া যে কেঊই বুঝতে পাড়বে।
সিগারেটের ধোঁয়ায় এখন নিজেকে বিলিয়ে দিয়ে দেখছি ফার্মগেটের ঐতিহাসিক জ্যাম। হাজার হাজার গাড়ী, বাস এর স্তব্ধ হয়ে দাড়িয়ে থাকা।
...
...
এমনি সময় পিছন থেকে বাচ্চা এসে
বাচ্চা ঃ ভাইয়া এক ব্যাগ লেবূ নিবেন ?
আমি ঃ এক অসহায় এড় মতো না সূচক ভাবে মাথা টা নাড়ালাম।
বাচ্চাটি তারপর ভীড়েড় মাঝে মিশে গেলো আড়ও অন্য শিশু দের সাথে।। কিন্তু বাচ্চা টিকে দেখা যাচ্ছে সে বিভিন্ন গাড়ীর গ্লাস এর সামনে হাত নাড়ছে তার থেকে যেনো কেঊ লেবূ কিনে। হঠাৎ এক গাড়ীর ভিতর থেকে কেঊ একজন খুব পয়সাওয়ালা বাচ্চা টিকে একটা ধাক্কা দিলো, বাচ্চাটি ধাক্কা খয়ে আর একটা বাস এর সাথে গিয়ে টক্কর খেলো মনে হোলো মাথায় খুব জোড়ে একটা আঘাত পেয়েছে। সাথে সাথে আমি মুখের সিগারেট টা ফেলে দৌড়ে বাচ্চাটির কাছে গিয়ে তাকে কোলে নিয়ে নিলাম।আর তোতোক্ষোনে রাস্তার গাড়ীঘোড়া আবার তার আপন গতিতে ছুটে চোলতে শুরু করলো।
...
...
বাচ্চাটিকে দেখে আমার চোখে কেনও জানিনা পানি চলে আসলো, এমনতো অনেক শিশু কে আমরা রাস্তায় চলতে দেখি কিন্তু এই বাচ্চা টির চেহারা খুবি মায়াবী। আমি যখনই তার মাথার দিকে তাকাচ্ছিলাম আমার ভিতর থেকে অতো বেশি কান্না আসছিল। মাথাটা খুব ফুলে গিয়েছে, আর বাসের সাথে জোড়ে আঘাতের জন্য রক্তটা জমাট পড়ে গেছে। শিশুটি অনবরত তার চোখের জল ফেলে তার মাকে ডাকছে। "ওমা গো, মা আমরে বাঁচান। আমি আমার মার কাছে যামু"।
আমি বাচ্চা টির কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি।
...
...
তখন আমার খুব নিজের মায়ের কোথা মনে পোঁরে গেলো। ছেলেটিকে পাশের এর ফার্মেসি থেকে ড্রেসিং কড়িয়ে। নিজে রিক্সা করে তার মায়ের কাছে পৌছে দিয়ে এসেছি, তার সাথে ২০০ টাকা ছেলেটির মার হাতে দিয়ে এসেছি। তার মা ছেলেটীকে দেখেই কান্নায় ভেঙে পোঁরে। ..................
......
......
আসলে মানুষ টাকার মোহে নিজেদের ভুলে যায়। ভুলে যায় তারা মানুষ। টাকার মোহে তারা মানুষ থেকে পশু হতে দ্বিধা বোধ করে না। আজ আমি এই পথশিশু টিকে দেখে বূঝলাম। আসলে টাকা মানুষ কে কি করে বদলে দেয়। গরীব মানুষের কি বাঁচার অধিকার নেই? শুধু কি টাকার জোড়ে তাড়ই বেঁচে থাকবে? অবশেষে আজকের দিনটি এইভাবেই কাটিয়ে বোনের বাড়ী চলে যাই। আর তার পড়ের দিন, কীছূ না ভবেই কয়েক দিন এর জন্য মার কাছে চলে আসি খুলনায়।
THANK YOU